বোর্ডের পরিচালক ফাহিম নতুন পদে মনোনয়ন পেলেন
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর পরিচালনা পর্ষদে নতুন তিন সদস্য মনোনীত হয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। মনোনীত এই তিনজন হলেন—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচ হাসান আল মামুন এবং এসএ গেমস স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার।
প্রতিটি ক্রীড়াবিদই বিকেএসপির সাবেক শিক্ষার্থী এবং নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত নাম। তাদের মনোনয়ন বিকেএসপির নীতিগত কাঠামোর মধ্যেই পড়ে, যেখানে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়।
বিকেএসপির পরিচালনা বোর্ড দেশের ক্রীড়া নীতিমালায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন মনোনীত সদস্যদের অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কার্যক্রমে আরও গতি আনবে বলে আশা করছে ক্রীড়া মন্ত্রণালয়।
দুবাই থেকে প্রতিক্রিয়া জানিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন,
‘বিকেএসপি বাংলাদেশের ক্রীড়ার শিকড়। এখানে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। আমি, মামুন ও শারমিন—তিনজনই বিকেএসপিরই অংশ, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে চাই।’
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল ইসলাম বলেন,
‘তিনজনই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ও সফল। পরিচালনা পর্ষদের মতামত বিকেএসপির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করছি, তাদের অভিজ্ঞতা আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে।’
বর্তমানে বিকেএসপিতে ২১টি ডিসিপ্লিনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ডিসিপ্লিনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে আরও কার্যকর সমন্বয়ের লক্ষ্যে আগামী ১৭ জুন একটি সভা আয়োজনের প্রস্তুতি চলছে। জাতীয় ক্রীড়া পরিষদ এ বিষয়ে সহায়তা করছে।
এই উদ্যোগের মাধ্যমে ফেডারেশন ও বিকেএসপির মধ্যে সম্পর্ক আরও সুসংহত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Comments
Post a Comment