শেষ ৩ ম্যাচে মুস্তাফিজ একাদশে থাকবে নাকি তা আগেই জানিয়ে দিলো দিল্লি ক্যাপিটালস

 



মেগা নিলামে দল না পেলেও টুর্নামেন্টের শেষের দিকে এসে আইপিএল খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের জন্য বাংলাদেশের পেসারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজী হওয়ায় আবারও আইপিএল চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে ১৭ মে শুরু হবে আইপিএল। ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের বাকি অংশ খেলবেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ও মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক নিজেকে সরিয়ে নেয়ায় বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।

আইপিএলের বাকি অংশের জন্য মুস্তাফিজকে ৬ কোটি রুপি দিতে হবে ফ্র্যাঞ্চাইজিটির। সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি নিশ্চিত করেছে আবারও দুই বছর পর তাদের দলে ফিরছেন বাঁহাতি এই পেসার। ২০২২ ও ২০২৩ সালেও দিল্লির হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজ। দুই মৌসুমে ১০ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের খবর অনুযায়ী মুস্তাফিজকে বাকি সব ম্যাচে একাদশে খেলানোর জন্যই দলে নেওয়া হয়েছে। কারণ তাদের পেস এটাকিংয়ের প্রধান অস্ত্র মিচেল স্টার্কও দলে যোগ দিবেন না বাকি থাকা আইপিএলের ম্যাচ গুলোর জন্য। তার উপর ভিত্তি করেই মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা জানিয়েছে যে মুস্তাফিজকে যদি এনওসি দেওয়া হয় তাহলে সে বাকি সব গুলো ম্যাচে প্লেয়িং এলিভেনে থাকবে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে