সাকিবকে ধরার যে স্বপ্নের কথা আজ শোনালেন মিরাজ

 


মেহেদী হাসান মিরাজ নিজেকে নিয়ে গেছেন এমন এক উচ্চতায়, যেখান থেকে তাঁর স্বপ্ন এখন আরও বড়—বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার। নিজের এই স্বপ্নের কথাই আজ ভাগ করে নিলেন বাংলাদেশ ক্রিকেটের এই উদীয়মান তারকা।

সম্প্রতি টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট ও ২০০০ রান পূর্ণ করার মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। এই অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) তাকে সম্মাননা দিয়েছে মিরপুরে। অনুষ্ঠানে নিজের অনুভূতি জানাতে গিয়ে মিরাজ বলেন, "অবশ্যই দারুণ অনুভূতি। যদি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে যেতে পারি, সেটা আরও ভালো লাগবে।"

বর্তমানে আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজ আছেন দ্বিতীয় স্থানে—এটাই তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই জায়গায় উঠে এসেছেন তিনি। দুই টেস্টেই ব্যাট ও বল হাতে দ্যুতি ছড়িয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। চট্টগ্রাম টেস্টে করেছেন ১০৪ রান ও নিয়েছেন ৫ উইকেট। সিলেটে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট।

বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৩২৭। এক নম্বরে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার রেটিং ৪০০। এই ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য থাকলেও, মিরাজ কোনো হঠকারিতায় যেতে চান না। তিনি ধাপে ধাপে এগোনোর পথেই বিশ্বাসী।

মিরাজ বলেন, "লক্ষ্য তো অবশ্যই ওপরে যাওয়ার। কিন্তু সেটা ধাপে ধাপে হতে হবে। ফিটনেস ঠিক রাখতে হবে, ধারাবাহিক পারফর্ম করতে হবে। আমি এখনই ৪০০ উইকেট বা ৫ হাজার রানের মতো বিশাল কিছু ভাবছি না। ছোট ছোট লক্ষ্য স্থির করে এগোচ্ছি।"

পরিসংখ্যানের বাইরে গিয়ে মিরাজ বুঝেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে চাই ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তা। মাত্র ২৭ বছর বয়সেই তিনি ৫৩ টেস্টে করে ফেলেছেন ২০০০ রান ও ২০৫ উইকেট—বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন তিনি তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সামনে রয়েছেন কেবল সাকিব আল হাসান (২৪৬) ও তাইজুল ইসলাম (২২৮)।

এই দুই তারকাকেও টপকানোর স্বপ্ন আছে মিরাজের। তবে তাড়াহুড়ো নয়, ধৈর্য আর কঠোর পরিশ্রমই তাঁর ভরসা। "দেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া অবশ্যই গর্বের ব্যাপার হবে। তবে শর্টকাট কোনো পথ নেই। লম্বা পথ পাড়ি দিতে হবে, আর আমি সেটাই করার চেষ্টা করছি," বললেন মিরাজ।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে