১০ জন রিটায়ার্ড আউট হয়ে আমিরাতের যে বিরল রেকর্ড করল

 


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে ক্রিকেট ইতিহাসে এক অনন্য ও বিরল ঘটনার জন্ম দিল সংযুক্ত আরব আমিরাত। শনিবার ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে কাতারের বিপক্ষে একই ম্যাচে দলের ১০ ব্যাটার ‘রিটায়ার্ড আউট’ হওয়ার নজির গড়েছে দলটি—আন্তর্জাতিক ক্রিকেটে যা প্রথমবারের মতো দেখা গেল।

টস জিতে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওপেনার ইশা ওঝা ৬২ বলে ১১৩ রান এবং অধিনায়ক থিরথা সাতিশ ৪৫ বলে ৭৪ রান করেন। ১৬ ওভারে দলীয় স্কোর দাঁড়ায় ১৯২ রান। বৃষ্টির আশঙ্কায় ইনিংস দ্রুত শেষ করতে চাইলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার অনুমতি না থাকায়, নিয়ম অনুযায়ী একে একে ১০ ব্যাটারকে রিটায়ার্ড আউট করে মাঠ ছাড়তে বাধ্য হয় আমিরাত।

দুই ওপেনার ব্যাটিং শেষ করে সেচ্ছায় মাঠ ছাড়ার পর, পরবর্তী ব্যাটারদের নামতে হয় মাঠে—কিন্তু কাউকেই বলের মুখোমুখি না হয়েই রিটায়ার্ড আউট হতে হয়। এদের মধ্যে ৮ জন শূন্য রানে রিটায়ার্ড আউট হন।

এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচে একই দলের দুইজনের বেশি ব্যাটার রিটায়ার্ড আউট হওয়ার ঘটনা ঘটেনি—নারী বা পুরুষ, কোনো ক্রিকেটেই না।

জবাবে ব্যাট করতে নেমে কাতার ১১.১ ওভারে মাত্র ২৯ রানে গুটিয়ে যায়। ফলে আমিরাত জয় পায় ১৬৩ রানের বিশাল ব্যবধানে। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে খেলা হয় মাত্র ২৭.১ ওভার

এছাড়াও ম্যাচে আমিরাতের ৮ এবং কাতারের ৭ জন ব্যাটার ডাক মারেন, অর্থাৎ দুই দল মিলিয়ে মোট ১৫টি ডাক হয়েছে—নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টির আরেকটি বিরল রেকর্ড।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে