দলে সুযোগ পেতেই ১ ওভারে ৩ উইকেট নিয়ে, কত রান দিলেন নাহিদ রানা
পাকিস্তানে পিএসএল খেলতে গেছেন বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের যাত্রা শুরু করলেও এখনো একাদশে সুযোগ পাননি তিনি। তবে মাঠের বাইরে নয়, অনুশীলনেই রীতিমতো ঝড় তুলছেন এই স্পিডস্টার।
একাদশে সুযোগ না পেয়ে যেন আরও ক্ষুধার্ত হয়ে উঠেছেন নাহিদ। অনুশীলনে পেসের ঝলক দেখিয়ে চমকে দিয়েছেন দলের কোচ ও সতীর্থদের। একই ওভারে তিনবার স্ট্যাম্প উপড়ে ফেলে দিয়েছেন সতীর্থ ব্যাটারদের, যেন নিজের সামর্থ্যের বার্তাই পৌঁছে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে।
প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়া নাহিদকে শুরুতে একাদশে রাখার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে বদলি হিসেবে ইংলিশ পেসার লুক উডকে নামানো হয়। আগের কয়েক ম্যাচে ভালো বোলিং করলেও সর্বশেষ ম্যাচে উড ছিলেন বেশ সাধারণ—৪ ওভারে ২৭ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট।
নাহিদকে প্রথম দুই ম্যাচেই একাদশের বাইরে রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তরুণ এই গতিময় পেসারকে বেঞ্চে বসিয়ে রাখা যেন একরকম অবমূল্যায়ন বলেই মনে করছেন ভক্ত ও বিশ্লেষকরা।
সব চোখ এখন পেশোয়ার জালমির পরের ম্যাচের দিকে। দেখা যাক, অবশেষে কি একাদশে জায়গা পান এই প্রতিভাবান বোলার? তার গতির ঝড় দেখার অপেক্ষায় এখন শুধু সময়ের হিসাব।
Comments
Post a Comment