এবার এলপিজির দাম কমিয়ে দিলো(বিইআরসি)
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মে মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৪৩১ টাকা, যা পূর্বের তুলনায় ১৯ টাকা কম। এত দিন এই সিলিন্ডারের দাম ছিল ১,৪৫০ টাকা।
শনিবার (৪ মে) বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে নতুন মূল্যহার ঘোষণা করেন। তিনি জানান, এটি রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এলপিজির দাম পরিবর্তনের ধারাবাহিকতায় জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কয়েকবার মূল্য হ্রাস ও বৃদ্ধির ঘটনা ঘটেছে। জানুয়ারিতে দাম অপরিবর্তিত রাখা হলেও, ১৪ জানুয়ারিতে তা ৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১,৪৫৯ টাকা। এরপর ফেব্রুয়ারিতে দাম বেড়ে দাঁড়ায় ১,৪৭৮ টাকা। মার্চে কমে দাঁড়ায় ১,৪৫০ টাকায় এবং এপ্রিলেও এই দামই বহাল ছিল।
এ ছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৪ পয়সা কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬৬ টাকা ৪১ পয়সা। পাশাপাশি, সরকারি ব্যবস্থাপনায় সরবরাহকৃত সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারিত হয়েছে ৮২৫ টাকা।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজার, বিশেষ করে সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে এলপিজির মূল্য নির্ধারণ করে থাকে। ২০২১ সালের ১২ এপ্রিল থেকে এই নিয়ম চালু হয়, যার আওতায় প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করা হচ্ছে।
Comments
Post a Comment