বিসিবিতে ফারুকের অধ্যায় শেষ,আসছে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী নির্বাচনে সভাপতি হওয়ার প্রস্তাব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে নেতৃত্বদানকারী সাবেক এই তারকাকে নতুন নেতৃত্বে দেখতে চায় একাংশ—এমনটাই শোনা যাচ্ছে ক্রীড়াঙ্গনে।

ফলে প্রশ্ন উঠেছে, তবে কি নাজমুল হাসান পাপন ও তার ঘনিষ্ঠদের অধ্যায় শেষ করে এবার সভাপতি হচ্ছেন বুলবুল?

তবে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ, পরবর্তী বিসিবি সভাপতির পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও পরিষ্কার নয়। কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি।

তবে ক্রিকেট মহলে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি পরিচিত নাম। গুঞ্জনের শীর্ষে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। যদিও তিনি প্রকাশ্যে কোনো ঘোষণা দেননি, তবে বিসিবির নেতৃত্বে আসার আগ্রহের কথা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন—যা এখন ‘ওপেন সিক্রেট’। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তামিম, সময়-সুযোগ অনুকূলে এলে তাকে প্রার্থী হিসেবেও দেখা যেতে পারে।

এছাড়া বোর্ডে দীর্ঘদিন পরিচালক হিসেবে কাজ করা অভিজ্ঞ সংগঠক মাহবুব আনামের নামও ঘুরে বেড়াচ্ছে সম্ভাব্য প্রার্থীদের তালিকায়।

সব মিলিয়ে বিসিবির আগামী নির্বাচনে সভাপতি পদে লড়াই জমে উঠতে পারে—নির্বাচনী তফসিল ঘোষণার পরেই মিলবে চূড়ান্ত চিত্র।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে