মাঠে নেমেই রেকর্ডবুকে ‘সবার ওপরে’জায়গা করে নিল রিশাদ
পিএসএলে দুর্দান্ত শুরু করেছিলেন রিশাদ হোসেন। প্রথম চার ম্যাচেই ৮ উইকেট নিয়ে নজর কাড়েন এই লেগস্পিনার। কিন্তু হঠাৎ করেই ছিটকে পড়েন একাদশ থেকে। টানা তিন ম্যাচ বেঞ্চে কাটানোর পর অবশেষে লাহোর কালান্দার্সের হয়ে ফেরেন মাঠে এবং ফিরেই তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে তার দল করাচি কিংসের বিপক্ষে জয় পায়নি।
শনিবার (৪ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করে লাহোর। ডার্ক লুইস মেথড অনুযায়ী করাচির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রানের, যা ডেভিড ওয়ার্নারের দল ৩ বল হাতে রেখেই টপকে যায়।
রিশাদ বল হাতে এসেছিলেন সপ্তম ওভারে। চতুর্থ বলেই ফিরিয়ে দেন করাচির ওপেনার জেমস ভিন্সকে। ওই ওভারে মাত্র ৭ রান দেন। কিন্তু পরের দুই ওভারে ছিলেন খরুচে এবং আর কোনো উইকেট পাননি। তার বোলিং ফিগার ছিল ৩-০-২৮-১।
তবে এই একটি উইকেটই এনে দিয়েছে রিশাদকে বিশেষ এক রেকর্ড। পিএসএলে এক মৌসুমে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নেওয়া সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখন তার দখলে। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি পেছনে ফেলেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে, যাঁরা এক মৌসুমে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছিলেন।
এই হারের ফলে লাহোর কালান্দার্স নেমে গেছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। করাচি উঠে এসেছে তিনে, ১০ পয়েন্ট নিয়ে। পেশোয়ার জালমি আছে লাহোরের পেছনে, ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে শীর্ষে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
লিগ পর্বে এখন লাহোরের সামনে একটি মাত্র ম্যাচ বাকি—পেশোয়ার জালমির বিপক্ষে। সেটি জিততেই হবে রিশাদদের, না হলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। তবে পেশোয়ার যদি তার আগের দুটি ম্যাচে হেরে যায়, তাহলে কিছুটা সহজ হবে লাহোরের সমীকরণ।
Comments
Post a Comment