বাংলাদেশের এই ক্রিকেটারা খুব ভয়ংকর, ম্যাচ শেষে একি বললেন ফক্সক্রফট
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরুতেই শক্তির পরিচয় দিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলকে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা, হাতে ছিল এখনও ১৩৬টি বল।
তবে শুধু জয় নয়, এই ম্যাচে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল টাইগার পেসারদের দারুণ পারফরম্যান্স। প্রতিপক্ষ ব্যাটার ডিন ফক্সক্রফট পর্যন্ত তাঁদের প্রশংসা না করে পারেননি।
প্রথমে ব্যাট করতে নেমে কিউইরা একসময় ৮৫ রানেই হারায় ৯ উইকেট। এরপর ভেঙে পড়া ইনিংসে একাই লড়াই করেন ডিন ফক্সক্রফট, ৬৪ বলে ৭২ রানের একটি লড়াকু ইনিংস উপহার দেন। এর আগে রাইস মারিউ করেন ৫১ বলে ৪২ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
ম্যাচ শেষে ফক্সক্রফট বলেন,
“উইকেট স্কিড করছিল, বাউন্সও ছিল। আমরা ভেবেছিলাম ভালো সংগ্রহ গড়তে পারব। কিন্তু টাইগার পেসাররা যেভাবে বল করেছে, তা সত্যিই দুর্দান্ত।”
তিনি আরও বলেন,
“আমরা অনেকেই এই প্রথম বাংলাদেশে খেলছি। এখানকার কন্ডিশন নিউজিল্যান্ড থেকে অনেক আলাদা। মানিয়ে নিতে সময় লাগছে, তবে আমরা চেষ্টা করছি নিজেকে প্রস্তুত রাখতে।”
বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্বে ছিলেন খালেদ আহমেদ, নেন ৩ উইকেট। তাঁর সঙ্গে শরিফুল ইসলাম ও এবাদত হোসেন নেন ২টি করে উইকেট।
ফক্সক্রফট যোগ করেন,
“বাংলাদেশের পেসাররা আন্তর্জাতিক মানের। ওদের বিপক্ষে খেলা কঠিন, তবে আমরা পরিকল্পনা করছি কিভাবে মোকাবিলা করা যায়।”
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররাও দেখিয়েছেন গোছানো ব্যাটিং। ইমন (২৪) ও নাইম শেখ (১৮) ওপেনিংয়ে ভালো শুরু এনে দেন। এরপর বিজয় (৩৮), মাহিদুল ইসলাম অঙ্কন (৪২*) ও অধিনায়ক সোহান (২০*) নিশ্চিত করেন সহজ জয়।
এই জয়ে ১-০তে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ মে। ফক্সক্রফট জানান, সিরিজ এখনও শেষ হয়ে যায়নি।
“আমাদের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছে, ভবিষ্যতের কথা মাথায় রেখেই তারা খেলছে। আমরা ঘুরে দাঁড়াতে চাই, ম্যাচ ধরে ধরে লড়ব।”
Comments
Post a Comment