নুরুল হাসান সোহানকে নেতৃত্বদিয়ে দল ঘোষণা করল বাংলাদেশ

 


নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। শনিবার (২৭ এপ্রিল) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

জিম্বাবুয়ে সিরিজ শেষে জাতীয় দল সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে বাংলাদেশ ‘এ’ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফররত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে সিলেটে ৫, ৭ ও ১০ মে।

এই ‘এ’ দলে রাখা হয়েছে বেশ কয়েকজন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারকে। স্কোয়াডে আছেন শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারির মতো ক্রিকেটাররা।

ওয়ানডে সিরিজের পর প্রথম চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪-১৭ মে সিলেটে। দ্বিতীয় চারদিনের ম্যাচ মাঠে গড়াবে ২১-২৪ মে ঢাকায়।

বাংলাদেশ ‘এ’ দল (১ম ও ২য় ওয়ানডে):

নুরুল হাসান সোহান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে