৬ কোটি নয়, টাকা কেটে রেখে মুস্তাফিজকে যত টাকা দিবে দিল্লি ক্যাপিটালস



নিলামে যার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, তখন কেউ কেনেনি; সেই মুস্তাফিজুর রহমানকে কীভাবে দিল্লী ক্যাপিটালস শেষদিকে এসে ৬ কোটি রুপিতে কিনে নিয়েছে? অনেকের মনেই এই প্রশ্ন উঁকি দিচ্ছে। ৬ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮ কোটি টাকায় দল পেলেও মুস্তাফিজ এই অঙ্কের পুরোটা অবশ্য পাবেন না। এনওসি পাওয়া সাপেক্ষে দলে যোগ দিলে কত টাকা ঢুকবে তার পকেটে, আর কেনই বা তার দাম এত বেশি উঠল- খোলাসা করা যাক।

মুস্তাফিজকে নেওয়া হয়েছে 'সাময়িক বদলি' হিসেবে। অর্থাৎ, পরের আসরে আর দলের স্কোয়াডে তিনি বিবেচিত হবেন না। তাকে রিটেইনও করা যাবে না, দল চাইলে নিতে হবে নিলাম থেকে। এই সাময়িক বদলি হিসেবে ডাক পেলে ক্রিকেটারদের বড় একটি অংশ আসতে চান না। এ কারণেই এটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা বাড়তি সুবিধা দিয়ে থাকে- টাকার অঙ্কে এমন রাখা যাতে ক্রিকেটাররা প্রস্তাব গ্রহণ করতে আগ্রহী হন।

এ কারণেই ২ কোটি রুপি ভিত্তিমুল্যের মুস্তাফিজের দাম ধরা হয়েছে ৬ কোটি রুপি। কথা হলো, মুস্তাফিজের দাম ৬ কোটি রুপিই কেন। যার বদলি হিসেবে তাকে নেওয়া হয়েছে, সেই জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের দাম ছিল ৯ কোটি রুপি। দিল্লীর হাতে যে টাকা বাকি ছিল, সেই টাকা আর ম্যাকগার্কের বাকি ম্যাচগুলোর মূল্য- সব মিলিয়েই হিসেব করা হয়েছে রিপ্লেসমেন্ট মুস্তাফিজের মূল্য। এছাড়া মুস্তাফিজকে নিয়ে অন্য কোনো দল আগ্রহ দেখিয়েছিল, এমন সম্ভাবনা প্রবল। ভেতরে ভেতরে চলমান এই অদৃশ্য নিলামেই দাম বেড়ে যেতে পারে কাটার মাস্টারের।

এদিকে ৬ কোটি রুপি দাম উঠলেও মুস্তাফিজ পুরোটা পাবেন না। কারণ টুর্নামেন্টই যে প্রায় শেষ। লিগ পর্বে দলটির ম্যাচ বাকি আছে আর মাত্র ৩টি। প্লে-অফে উঠলে সর্বোচ্চ আরও ৩টি বা দুটি ম্যাচ খেলবে। এই ৫-৬টি ম্যাচ খেললে অবশ্য মুস্তাফিজ যে টাকা পেয়ে যাবেন, তা তার ভিত্তিমূল্যকেও ছাড়িয়ে যেতে পারে। একেকটি ম্যাচ খেলে তিনি ৫৫ লাখ টাকা বা ৭৮ লাখ টাকা পাবেন- তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে এমনই জানিয়েছে আজকের পত্রিকা। সেক্ষেত্রে অন্তত ৩ ম্যাচ খেললেই তার আয় হবে ২ কোটি টাকারও বেশি; অর্থাৎ দিল্লী প্লে-অফে উঠতে না পারলেও। পরবর্তীতে ম্যাচ যত বাড়বে, আয়ের অঙ্কও তত বাড়বে।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে