যে ভাবে দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি ও বিএসএফ

 


দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে তাদের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফর কমান্ডার পর্যায়ের বৈঠকে এই সমঝোতা হয়। এরপর উভয় পক্ষ নিজ নিজ নাগরিককে গ্রহণ করে।

ফেরত আসা বাংলাদেশি দুইজন হলেন এনামুল হক ও তার ছেলে মাসুদ। অন্যদিকে, বিএসএফ নিয়ে যায় অভিনাথ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে।

এর আগে দুপুরে দিনাজপুরের ধর্মপুর ইউনিয়নের কারুলিয়াপাড়া সীমান্তে ধান কাটার সময় এনামুল ও মাসুদকে ধরে নিয়ে যায় বিএসএফ। এর প্রতিবাদে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকা দুই ভারতীয়কে আটক করে স্থানীয় গ্রামবাসী এবং পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম জানান, গ্রামবাসীর প্রতিক্রিয়ায় দ্রুত উদ্যোগ নেওয়ায় দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি সমাধান হয়েছে।

এর আগেও গত ২৪ জানুয়ারি বিরল সীমান্তে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার ঘটনায় এক ভারতীয় কৃষককে আটক করেছিল স্থানীয়রা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে