৫ ম্যাচ খেলে পিএসএল থেকে যত টাকা নিয়ে দেশে ফিরলো রিশাদ হোসেন
পাকিস্তানে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তার দিন কাটিয়ে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল খেলতে তারা পাকিস্তানে গিয়েছিলেন। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্তে সামরিক উত্তেজনায় দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত করা হয়। একই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয় উদ্বেগ।
শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রচেষ্টায় সব বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে দুবাই নেওয়া হয়। সেখান থেকে বাংলাদেশের বিমান ধরেন রিশাদ ও নাহিদ। শনিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা।
রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন। ৫ ম্যাচে বল হাতে নিয়েছেন ৯ উইকেট ও ব্যাট হাতে করেছেন ১৮ রান। অন্যদিকে পেশাওয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে গেলেও মাঠে নামা হয়নি নাহিদের। তবে নাহিদ রানা পিএসএলের মাঝের দিকে যোগ দেওয়ায় তার পারিশ্রমিকের অর্ধকে টাকা পাবে। যা বাংলাদেশি টাকায় ৩০ লাখ টাকা। রিশাদ হোসেন প্রথম থেকেই লাহোরের সাথা থাকায় পারিশ্রমিকের সম্পূর্ন টাকা ৩০ লাখ পাবেন।
Comments
Post a Comment