৬ ম্যাচে ৪টি তে হেরে হুশ ফিরলো বাবর আজমের, নাহিদ রানাকে নিয়ে নিলো নতুন সিদ্ধান্ত

 





ক্যারিয়ারে প্রথম বারের মত কোনো বিদেশি লিগ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। পিএসএলের নিলাম থেকে পেশোয়ার জালমি তাকে দলে ভিরিয়েছে। কিন্ত বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের কারণে প্রথম দিকের ম্যাচ গুলোতে দলের সাথে যোগ দিতে পারেনি নাহিদ রানা। নাহিদ রানার বদলি হিসেবে ৫ ম্যাচের জন্য পেশোয়ার জালমি লুক উডকে দলে নিলেও পরে তাকে পুরো সিজনের জন্য চুক্তি বদ্ধ করে। যার ফলে দলে সাথে যোগ দিলেও নাহিদ রানার একাদশে সুযোগ পাওয়া আর হয়নি। তবে পেশোয়ার জালমির দলের অবস্থানও খুব একটা সুবিধার নয়। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪টি ম্যাচে হেরেছে তারা। তাই তো শেষ ম্যাচ গ্লাডিয়েটর্সের সাথে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর আজম একাদশে পরিবর্তনের বড় ইঙ্গিত দিয়েছেন। 

তিনি বললেন, "ছেলেরা চেষ্টা করছে না তেমন কিছু নয়। সবাই সবার স্থান থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছে। তবে ম্যাচে জয় পেতে হলে আপনাকে সব ডিপার্টমেন্টে ভাল করতে হবে। আমরা এখনো আমাদের দলের সর্বোচ্চটা পাইনি। নাহিদ রানা দলে যোগ দেওাতে আমাদের চয়েজ বেড়েছে। দেখেন আলি রাজা ১৪০ এর উপরে বোলিং করতে পারে আবার নাহিদ রানাও পারে। এখন আমরা দুই প্রান্ত থেকে ভাল এটাক করতে পারবো। আশা করি সামনের ম্যাচে আমরা ঘুরে দাড়াবো।"

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে