যে পাঁচ জেলায় চীনের অর্থায়নে নির্মাণ হচ্ছে অত্যাধুনিক ৫টি হাসপাতাল

 

বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও এক ধাপ এগিয়ে গেল চীনের অর্থায়নে দেশের পাঁচটি জেলায় আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে। ‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ নামের এই প্রকল্পটি দেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে এর নির্মাণকাজ শুরু হয়েছে, যা দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও দৃঢ় ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে।

এই প্রকল্পের আওতায় কক্সবাজার, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীতে গড়ে উঠছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল। প্রতিটি হাসপাতালে থাকবে উন্নত চিকিৎসা সরঞ্জাম, আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা এবং চীনা ও বাংলাদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিচালিত চিকিৎসা কার্যক্রম।

এ হাসপাতালগুলো শুধু রোগ নিরাময়ের ক্ষেত্রেই নয়, চিকিৎসা গবেষণা, প্রশিক্ষণ ও সামাজিক পুনর্বাসনের দিকেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমার্জেন্সি ইউনিট, আধুনিক ল্যাব, নিউরো ও কার্ডিয়াক কেয়ার ইউনিট, ওয়ার্ডভিত্তিক চিকিৎসা এবং ডিজিটাল মেডিকেল আর্কাইভিং সুবিধা থাকবে এসব প্রতিষ্ঠানে।

বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের চিকিৎসকদের একত্রে কাজ করার ফলে স্বাস্থ্যসেবা আরও উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব হয়ে উঠবে। প্রকল্পটির বাস্তবায়ন করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এবং তদারকির দায়িত্বে রয়েছে চীনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (CIDCA)।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এ প্রকল্প নিয়ে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন এবং একইসঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্কের এক মজবুত ভিত্তি বলেও বিবেচনা করছেন।

চীনের রাষ্ট্রদূত এক বক্তব্যে বলেছেন, “বাংলাদেশের স্বাস্থ্যসেবায় টেকসই উন্নয়নে আমরা পাশে থাকতে চাই। এই হাসপাতালগুলো আমাদের বন্ধুত্বের প্রতীক, যা দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর করবে।”

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং ভবিষ্যতের স্বাস্থ্য নিরাপত্তায় একটি বড় বিনিয়োগ। দেশের দক্ষিণ, মধ্য, উত্তর ও পূর্বাঞ্চলে সমভাবে মানসম্পন্ন চিকিৎসা পৌঁছে দিতে এসব হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে