নিয়োগের ৫ দিনের মাথায় যে কারনে পদত্যাগ করলেন ডিএনসিসির প্রশাসকের উপদেষ্টা
সমালোচনার মুখে অবশেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন লেখক ও শিক্ষাবিদ ড. আমিনুল ইসলাম। নিয়োগের মাত্র পাঁচ দিন পর, মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
গত ১৭ এপ্রিল ডিএনসিসির এক অফিস আদেশে ড. আমিনুল ইসলামকে প্রশাসকের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আদেশে উল্লেখ ছিল, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ৫৩ ধারার আওতায় এই পদে তাকে নিযুক্ত করা হয়েছে এবং এটি একটি অবৈতনিক দায়িত্ব হবে।
নিয়োগের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই ড. আমিনুলের নাগরিকত্ব, বিদেশে বসবাস এবং তাঁর নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ দাবি করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ইচ্ছাতেই এই নিয়োগ হয়।
উল্লেখ্য, ড. আমিনুল ইসলামের জন্ম ঢাকার নাখালপাড়ায়। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে সুইডেন থেকে মাস্টার্স এবং যুক্তরাজ্য থেকে পিএইচডি করেন। বর্তমানে তিনি এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়ন বিষয়ে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত।
শিক্ষকতার পাশাপাশি তিনি তরুণ পাঠকের মধ্যে জনপ্রিয় একজন লেখক হিসেবেও পরিচিত। তার লেখা প্রবন্ধ ‘লাইফ অ্যাজ ইট ইজ’ ২০২৩ সালে রকমারিতে বেস্টসেলার পুরস্কার অর্জন করে। এছাড়া চলতি বছরের বইমেলায় প্রকাশিত ‘নিলী নীলিমা’ ও ‘গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন’ বই দুটি পাঠকসমাজে ইতিবাচক সাড়া ফেলেছে।
সমালোচনার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সামাজিক মাধ্যমে অনেকেই তার সাহসী পদক্ষেপকে সম্মান জানাচ্ছেন।
Comments
Post a Comment