পরীমণির বিরুদ্ধে মামলায় যে যে ধারায় অভিযোগ আনালেন সেই গৃহকর্মী
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও সৌরভ নামে এক যুবকের বিরুদ্ধে এবার মামলা করেছেন পরীমণির বাসার গৃহকর্মী পিংকি আক্তার। মাদক সেবনের পর শারীরিক নির্যাতনের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে প্রধান আসামি হিসেবে পরীমণির নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী পিংকি আক্তার। অপর আসামি হলেন একই ফ্ল্যাটের বাসিন্দা সৌরভ (২৮)। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই), এবং আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান।
পিংকি আক্তার নেত্রকোনার মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে। তিনি জানায়, চলতি বছরের মার্চ মাসে কাদের এজেন্সির মাধ্যমে পরীমণির বাসায় গৃহপরিচারিকার চাকরি নেন। তাকে একটি শিশুর দেখভালের কথা বলা হলেও বাস্তবে দুটি শিশুর দায়িত্ব ও রান্নাসহ নানা কাজ করতে হতো।
মামলার অভিযোগে বলা হয়, ২ এপ্রিল দুপুর ১টার দিকে পরীমণি তার মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে বের হয়ে বাচ্চার রুমে গিয়ে পিংকিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাচ্চাকে দুধ খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চড়-থাপ্পড় মারেন। এতে পিংকি মাথা, মুখ ও চোখে আঘাত পান এবং পরে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে আসার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন ও হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু কোনো সহায়তা পাননি।
মামলায় অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে উপস্থিত সৌরভ পরীমণিকে পিংকিকে মারধরে উৎসাহিত করেন এবং পিংকিকে বাইরে যেতে বাধা দেন। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তায় পিংকি নিরাপদে বেরিয়ে গিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর তিনি ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। কিন্তু তেমন অগ্রগতি না হওয়ায় আদালতের দ্বারস্থ হন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ (আঘাত করা), ৩২৪ (অস্ত্র দ্বারা আঘাত), ৩০৭ (হত্যাচেষ্টার), ৫০৬ (হুমকি) ও ৩৪ (যৌথ অপরাধ) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, ঘটনার দিন রাতে ফেসবুক লাইভে এসে পরীমণি অভিযোগকে ষড়যন্ত্র হিসেবে দাবি করেন এবং বলেন, তার হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে, যা তিনি আইনি উপায়েই মোকাবিলা করবেন। একইসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে ‘মিডিয়া ট্রায়াল’ থেকে বিরত থাকার আহ্বান জানান।
Comments
Post a Comment