অবিশ্বাস্য বোলিংয়ে লাহোরের আজও সেরা বোলার হলেন রিশাদ হোসেন

 



পাকিস্তান সুপার লিগের (পিএসএল) হাইস্কোরিং ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে আগে ব্যাট করে ২২৮ রানের বিশাল স্কোর গড়ে মুলতান সুলতানস। রানবন্যার এই ম্যাচেও বল হাতে নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। ৪ ওভারে ৪৫ রান দিয়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট, যা ছিল লাহোরের পক্ষে সর্বোচ্চ।

মঙ্গলবার (২২ এপ্রিল) মুলতানে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে লাহোরকে ফিল্ডিংয়ে পাঠায় মুলতান। এরপর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে স্বাগতিক দল। লাহোরের বোলাররা যেখানে রান চাপে ভুগেছেন, সেখানেও রিশাদ নিজের জায়গা থেকে লড়েছেন।

তৃতীয় ম্যাচে মাঠে নামা রিশাদ প্রথম দুই ম্যাচে ৬ উইকেট শিকারের পর এবারও ধারাবাহিকতা বজায় রেখেছেন। যদিও এদিন কিছুটা খরচে ছিলেন—৪ ওভারে ১১.২৫ গড়ে দিয়েছেন ৪৫ রান। তবে গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেট তুলে নিয়ে ভাঙেন প্রতিপক্ষের বড় জুটি।

রিশাদের প্রথম শিকার হন আক্রমণাত্মক ব্যাটার উসমান খান। ইয়াসির খান ও উসমানের বিধ্বংসী জুটি ভাঙেন এই লেগি, উসমান ২৪ বলে ৩৯ রান করে ফিরেন। এরপর নিজের শেষ ওভারে অ্যাশটন টার্নারকে ৮ বলে ১৫ রানে থামিয়ে দ্বিতীয় উইকেটটি নেন রিশাদ।

লাহোরের হয়ে আরও একটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা।

মুলতানের ব্যাটিং ইনিংসে দারুণ ঝড় তোলেন ইয়াসির খান—মাত্র ৪৪ বলে খেলেন ৮৭ রানের টর্নেডো ইনিংস। ইফতিখার আহমেদ করেন ১৮ বলে ৪০ এবং অধিনায়ক রিজওয়ান ১৭ বলে ৩২ রান যোগ করেন।

আগের তিন ম্যাচে দুটি জয় পাওয়া লাহোর কালান্দার্স এবার পিএসএলের তৃতীয় জয় পেতে হলে ২২৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে হবে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে