শ্রীলঙ্কাকে ৫-০ গোলের বড় বাবধানে হারাল বাংলাদেশ

 


ইন্দোনেশিয়ায় চলমান এএইএফ কাপ হকিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ (বুধবার) শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জয় পেল বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।

শ্রীলঙ্কা হকিতে ঐতিহাসিকভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও, আজকের ম্যাচে প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। প্রথম দুটি কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি।

বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান রকি জোড়া গোল করেন, এছাড়া রাব্বি, আরশাদ ও নাইম একটি করে গোল করেন। ৩৯ ও ৪২ মিনিটে রাকিবুলের দুটি ফিল্ড গোলে এগিয়ে যায় দল। এরপর ৪৩ মিনিটে রাব্বির গোল স্কোরলাইন করে ৩-০। ৪৯ মিনিটে আরশাদের গোল ব্যবধান বাড়ায়, আর ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নাইম গোল করে জয় নিশ্চিত করেন। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য রাকিবুল হাসান রকি নির্বাচিত হন ম্যাচসেরা।

উল্লেখ্য, এএইএফ কাপ হলো এশিয়ান কাপ হকির বাছাই পর্বের টুর্নামেন্ট। বাংলাদেশ এই প্রতিযোগিতায় টানা চারবারের চ্যাম্পিয়ন। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলছে দলটি, যদিও থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেও জয় পেতে বেশ লড়াই করতে হয়েছে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে