মুস্তাফিজকে পেছনে ফেলে মাইলফলক ছুলেন বুমরাহ

 


আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আরেকটি স্মরণীয় মাইলফলক ছুঁয়েছেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে হাইনরিখ ক্লাসেনকে আউট করার সঙ্গে সঙ্গেই আইপিএলে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭০-এ। এই কীর্তির মাধ্যমে বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্সের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে কিংবদন্তি লাসিথ মালিঙ্গার পাশে নিজের নাম বসান।

বুমরাহ এই অসাধারণ রেকর্ড গড়েছেন ১৩৮টি ম্যাচ খেলে, যেখানে মালিঙ্গা ১৭০ উইকেট নিয়েছিলেন মাত্র ১২২ ম্যাচে। যদিও ম্যাচটিতে বুমরাহ ছিলেন মুম্বাইয়ের সবচেয়ে ব্যয়বহুল বোলার (১ উইকেট দিয়ে ৩৯ রান), তবুও ক্লাসেনের গুরুত্বপূর্ণ উইকেটটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ক্লাসেন তখন ৪৪ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে হায়দরাবাদকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে আছেন বুমরাহ ও মালিঙ্গা (১৭০টি করে)। তাদের পর আছেন:

  • হরভজন সিং – ১২৭ উইকেট

  • মিচেল ম্যাকক্লেনাঘান – ৭১ উইকেট

  • কাইরন পোলার্ড – ৬৯ উইকেট

শুধু আইপিএল নয়, বুমরাহ নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারেও গড়েছেন আরেকটি মাইলফলক। তিনি এখন পর্যন্ত ৩০০ টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন মাত্র ২৩৭ ইনিংসে। এই দ্রুততায় পেসারদের মধ্যে তার চেয়ে আগে ৩০০ উইকেট নিয়েছেন কেবল:

  • অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস)

  • লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস)

বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এই রেকর্ড গড়েছিলেন ২৪১ ইনিংসে, ফলে তাকেও পেছনে ফেলেছেন বুমরাহ।

মাত্র ২৫৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বুমরাহ ছুঁয়েছেন ৩০০ উইকেটের গৌরবময় সীমা, যা ভারতের মধ্যে সবচেয়ে কম ম্যাচে এই রেকর্ড। পূর্বে এই রেকর্ড ছিল যুজবেন্দ্র চাহালের নামে (২৬৫ ম্যাচ)।

ভারতীয় পেসার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছানো দ্বিতীয় বোলার বুমরাহ। আর পেসার-স্পিনার মিলিয়ে ভারতীয় বোলারদের মধ্যে তিনি পঞ্চম, তার আগে আছেন:

  • যুজবেন্দ্র চাহাল – ৩৭৩ উইকেট

  • পীযুষ চাওলা – ৩১৯ উইকেট

  • ভুবনেশ্বর কুমার – ৩১৮ উইকেট

  • রবিচন্দ্রন অশ্বিন – ৩১৫ উইকেট


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে