অবশেষে দল পেলেন মুস্তাফিজ

 


ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বে মাঠে দেখা না গেলেও সুপার লিগে আবারও দেখা মিলবে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। কাঁধের চোটের কারণে শুরুতে খেলতে না পারলেও এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই বাঁহাতি পেসার।


ডিপিএলের গ্রুপ পর্বে জাতীয় দলের অনেক ক্রিকেটারই খেলেছেন। তবে কাঁধের চোটের কারণে ছিলেন না মুস্তাফিজ। শুরুতে শোনা গিয়েছিল ক্লাবগুলোর সঙ্গে পারিশ্রমিক বিষয়ক চুক্তি না হওয়াই অনুপস্থিতির কারণ। পরে জানা যায়, মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়েই এই চোট পান তিনি। এরপর দীর্ঘদিন বিশ্রামে থেকে পুনর্বাসন প্রক্রিয়া শেষে এখন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন।


ডিপিএলের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ করে চুক্তি সম্পন্ন করেছে। দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আগামীকাল থেকেই সুপার লিগে মোহামেডানের হয়ে মাঠে দেখা যাবে মুস্তাফিজকে।”


মুস্তাফিজকে ঘিরে দলেও বাড়তি আত্মবিশ্বাস কাজ করছে। কারণ তাঁর যোগদান মানেই বোলিং ইউনিটে নতুন শক্তি এবং প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ।


সাম্প্রতিক সময়ে মুস্তাফিজকে নিয়মিত দেখা গেছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে। চোটমুক্ত হয়ে ফিরে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন সুপার লিগে ভালো পারফর্ম করার জন্য।


মোহামেডানের হয়ে সুপার লিগে মাঠে নামা মুস্তাফিজের জন্য যেমন ফেরার মঞ্চ, তেমনি দলের জন্যও বড় ভরসার জায়গা। তার অভিজ্ঞতা, কাটার ও ইয়র্কারের বৈচিত্র্য এই পর্যায়ের ম্যাচে যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে