ম্যাচ হারলেও প্রথম বাংলাদেশি হিসেবে অবিশ্বাস্য রেকর্ড করলেন মিরাজ

 


চতুর্থ দিনের শেষ বিকেলে একপেশে মনে হওয়া ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে শেষ হাসি হেসেছে সফরকারী জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রোডেশিয়ানরা।

তবে দলের হার সত্ত্বেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন মিরাজ। এই স্পিন অলরাউন্ডার গড়েছেন দারুণ এক রেকর্ড—এক টেস্টে তিনবার ১০ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার হিসেবে নাম লিখিয়েছেন ইতিহাসে।

এদিন আরও একটি মাইলফলক ছুঁয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার মধ্য দিয়ে টেস্টে ২০০ উইকেট পূর্ণ করেছেন ২৭ বছর বয়সী মিরাজ। এই কীর্তি গড়েছেন নিজের ৫২তম টেস্ট ও ৯১তম ইনিংসে।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজ এখন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তার আগে আছেন সাকিব আল হাসান (১২১ ইনিংসে ২৪৬ উইকেট) ও তাইজুল ইসলাম (৯৩ ইনিংসে ২১৯ উইকেট)।

মিরাজ ছাড়াও ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মোহাম্মদ রফিক (৪৮ ইনিংসে ১০০ উইকেট)। আর মাশরাফি বিন মুর্তজা ক্যারিয়ারে নিয়েছেন ৫১ ইনিংসে ৭৮ উইকেট।

এই ম্যাচে প্রথম ইনিংসে ৪২ রানে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট নেন মিরাজ। মিরপুরের বাইরে এটিই তার প্রথম ১০ উইকেটের পারফরম্যান্স। ফাইফার নেওয়ার দিক থেকেও তিনি এখন দেশের তৃতীয়। সাকিবের রয়েছে সর্বোচ্চ ১৯ ফাইফার, এরপর তাইজুলের ১৫ এবং আজকের পারফরম্যান্সে মিরাজের হলো ১২টি।

তবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ব্যর্থ হয়েছে দলীয় সাফল্য। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় শান্তর দল। জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩ রান, ফলে ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রান।

শেষ ইনিংসে ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে, শন উইলিয়ামসের নেতৃত্বে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে