মুশফিক এর এমন বাজে খেলার পর যা বলেন মুমিনুল
দুই ইনিংসেই মাত্র ৪ রানে আউট—জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসেনি প্রত্যাশিত পারফরম্যান্স। প্রথম ইনিংসে শর্ট বল খেলতে গিয়ে ওয়েলিংটন মাসাকাদজার বলে ক্যাচ দেন, দ্বিতীয় ইনিংসে অফস্টাম্পের বাইরের বল তাড়া করে স্লিপে ধরা পড়েন ক্রেইগ আরভিনের হাতে। দুই ইনিংসে আউট হওয়ার ধরন আলাদা হলেও মিল ছিল রানের সংখ্যায়—দু’বারই ফিরেছেন ৪ রানে।
সাম্প্রতিক সময়ে মুশফিকের ব্যাটে যেন খরা চলছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি, কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। ভারত, দক্ষিণ আফ্রিকা, এমনকি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যর্থতার ধারা অব্যাহত। টেস্টে সর্বশেষ ১২ ইনিংসে নেই কোনো ফিফটি। এর মধ্যে মাত্র দুইবার ত্রিশের ঘরে পৌঁছাতে পেরেছেন, একবার বিশ পেরিয়েছেন, আর বাকি নয় ইনিংসে ছিলেন এক অঙ্কেই।
এই পারফরম্যান্সের প্রেক্ষিতে মুশফিকের দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠলেও তার পাশে দাঁড়িয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন,
“আমি মুশফিক ভাইকে নিয়ে কোনোভাবেই চিন্তিত না। উনি জানেন কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, কীভাবে রান করতে হয়। এতদিন ধরে যে অভিজ্ঞতা গড়ে তুলেছেন, সেটা কেউ অস্বীকার করতে পারে না। উনি যখনই খেলেন, ম্যারাথন ইনিংস খেলে থাকেন। আমার মনে হয় সবাই ভুলে যাচ্ছে উনি বাংলাদেশ টেস্ট দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এবং এখনো আছেন।”
মুশফিক অনেক আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং ওয়ানডে থেকেও সরে দাঁড়িয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর। এখন পুরোপুরি মনোনিবেশ করছেন টেস্ট ক্রিকেটে। মুমিনুল বিশ্বাস করেন, এই একক মনোযোগই তাকে আরও ভালো খেলোয়াড়ে পরিণত করবে।
তিনি বলেন, “যখন আপনি একটা ফরম্যাটে খেলেন, তখন পুরো ফোকাস সেটাতেই থাকে। এতে করে পারফর্ম করা আরও সহজ হয়। আমার বিশ্বাস, উনি আগে যত ভালো খেলেছেন, এখন তার থেকেও ভালো খেলবেন।"
মুশফিকের সাম্প্রতিক ফর্ম হতাশাজনক হলেও তার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং অতীত পারফরম্যান্সকে পুঁজি করে বাংলাদেশ টেস্ট দলে তার ভূমিকা এখনো গুরুত্বপূর্ণ—এমনটাই মনে করেন মুমিনুল।
Comments
Post a Comment