পরবর্তী ম্যাচের আগে ৬ ওভারে ৬৩ রান দেওয়া রিশাদকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো অধিনায়ক শাহীন আফ্রিদি

 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ শুরু করেছিলেন রিশাদ হোসেন। প্রথম তিন ম্যাচে ৮টি উইকেট নিয়ে নজর কাড়েন, যেখানে ম্যাচপ্রতি তাঁর শিকার ছিল ৩, ৩ ও ২টি করে। কিন্তু চতুর্থ ম্যাচে এসে যেন থেমে গেল তার সেই গতি।

এ দিন বল হাতে মাত্র দুই ওভার করার সুযোগ পান রিশাদ, তবে উইকেটের দেখা মেলেনি। ব্যাট হাতেও ছিলেন নিষ্প্রভ—১৩ বলে করেন মাত্র ১৩ রান।

রিশাদের এই ম্লান পারফরম্যান্সের দিনে তার দল লাহোর কালান্দার্সও ব্যর্থতার ছাপ রেখেছে। গাদ্দাফি স্টেডিয়ামে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমির কাছে। রিশাদ আগের ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে দুই উইকেট নিলেও বল হাতে ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে দিয়েছেন ৪৫ রান। পিএসএলে শেষ ৬ ওভারে সে দিয়েছেন ৬৩ রান। যা লাহোর কালান্দার্স দলের জন্য বড় চিন্তার ছাপ।

তবে পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে রিশাদকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শাহীন আফ্রিদি। তিনি জানান, "আমরা রিশাদকে অলরাউন্ডার হিসেবে দলে ব্যবহার করতে চাচ্ছি। তাই আমরা তাকে যত সম্ভব আগে ব্যাটিং করানোর চেষ্টা করছি।"

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে