নেতাকর্মীদের উদ্দিশে কঠোর বার্তা দিলেন তারেক রহমান

 


বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাফ জানিয়েছেন—দলের আদর্শ ও জনসমর্থনের বিরুদ্ধে কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, "যারা জনসমর্থনবিরোধী কাজ করবে, তাদের সরিয়ে দিতে হবে। না হলে আমাদের এতদিনের আন্দোলন-সংগ্রাম ও অর্জন বৃথা যাবে।"

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নেতাকর্মীদের জন্য আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশ্ন ও প্রস্তাবের জবাবও দেন তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যেকোনো পরিস্থিতিতে আমাদের ঐক্য অটুট রাখতে হবে।"

তারেক রহমান আরও বলেন, "৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা আমরা জনগণের সামনে তুলে ধরেছি। এটি প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোই এখন প্রধান দায়িত্ব। আমরা যদি জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে পারি, তাহলে এই দফাগুলো বাস্তবায়ন করে দেখাবো। কারণ আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে অঙ্গীকার করেছি।"

এর আগে সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আলমাস কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের চেয়ে প্রয়োজন দ্রুত সংস্কার ও নির্বাচন। আমরা চাই অবিলম্বে নির্বাচন হোক—ড. ইউনূস ডিসেম্বর বললেও পরে সংশোধন করে জুনের কথা বলা হয়েছে। সময় যতই হোক, নির্বাচন দরকার।"

তিনি আরও যোগ করেন, "৩১ দফা শুধু বিএনপির একার পরিকল্পনা নয়। এটি একটি জাতীয় রূপরেখা, যা দেশের উন্নয়ন ও সংস্কারের জন্য অপরিহার্য।"

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান এবং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবি, হাসিবুর রহমান হাসিব ও সদস্য সচিব সোহেল হোনাইন কায়কোবাদ।

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে প্রায় ৬০০ জন তৃণমূল নেতাকর্মী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে