পরিচালক হয়েই চমক দেখালেন রুবাবা দৌলা — দলে ফেরাতে চান সাব্বির রহমানকে!
বিসিবিতে পরিচালক হিসেবে প্রথমবার দায়িত্ব নিয়েই চমক দেখালেন রুবাবা দৌলা । তাঁর প্রথম বড় সিদ্ধান্তে জাতীয় দলে ফেরত এলেন সাব্বির রহমান , যাকে দেখা যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরের জন্য এটা একটি নতুন সূচনা। ডানহাতি ব্যাটসম্যানের জন্যও এসময়টা একরকম ভাগ্যের ফিরিস্তি। রুবাবা দৌলার সঙ্গে কাজ করতে পেরে সাব্বিরের মনোদৈহিক এবং মানসিক উজ্জীবন বেড়েছে, আর তার গলায় ধরা দিয়েছে তৃপ্তির ছাপ। এবার প্রশ্নটা আসে— সাব্বির কি বর্তমান দলে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন? নতুন পরিচালকের নেতৃত্বে জাতীয় দলের জন্য সাব্বিরের ফেরার এই পদক্ষেপ নিশ্চিতভাবে আলোচনার কেন্দ্রবিন্দু।